বাংলাদেশের ক্রিকেট ক্ষেত্রে সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে সাকিব আল হাসান। দেশের নাম্বার ওয়ান ক্রিকেট অলরাউন্ডারকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে ব্লুচিজআউটফিটার্স। সাকিব আল হাসান ব্লুচিজ আউটফিটার্সের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যেন, ইয়ুথদের স্টাইলিশ এবং আরামদায়ক পোশাকে অনপ্রুাণিত করা হয় - কেননা ব্লুচিজের ট্যাগলাইন ‘কমফোর্টে বলি ইউ।’ স্বাক্ষর অনষ্ঠু ানে ব্লুচিজ আউটফিটার্সের প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান বলেন, “ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে একজন জাতীয় ও আন্তর্জাতিক আইকনকে ব্লুচিজের সাথে পেয়ে আমরা অনেক রোমাঞ্চিত।” সাকিব আল হাসান বারবার প্রমাণ করেছেন, তিনি তার কর্মক্ষের্মক্ষেত্রে যা করেন তাতেই সেরা। আমরা অনভুব করি যে , সাকিবের এই বি জয়ী মনোভাব সর্বদা অন্যদেরকে নিজেদের সেরা হতে অনপ্রুাণিত করে । ব্লুচিজ ব্রান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান বলেছেন, “ব্লুচিজ আউটফিটারে র সাথে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। আমি বিশ্বাস করি যে , ব্লুচিজ বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বিরাট অবদান রাখছে । এছাড়াও, ব্লুচিজ আউটফি টার্স একটি আন্তর্জাতিক মান অনসুরণ করে , তরুণদের অনপ্রুাণিত করে এবং নিজেদের সত্যতা বজায় রাখে ।”